রঙিয়ার খৈরাবাড়ির পুকুরে উদ্ধার যুবকের মৃতদেহ উদ্ধার
রঙিয়া (অসম), ২০ এপ্রিল (হি.স.) : কামরূপ জেলার অন্তর্গত রঙিয়া থানাধীন খৈরাবাড়ি সর্বজনীন একটি পুকুরে জনৈক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহটি এলাকার বাসিন্দা কিশোর শর্মার বলে শনাক্ত করেছেন স্থানীয় বাস
রঙিয়ার খৈরাবাড়ির পুকুরে উদ্ধার যুবকের মৃতদেহ উদ্ধার


রঙিয়া (অসম), ২০ এপ্রিল (হি.স.) : কামরূপ জেলার অন্তর্গত রঙিয়া থানাধীন খৈরাবাড়ি সর্বজনীন একটি পুকুরে জনৈক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহটি এলাকার বাসিন্দা কিশোর শর্মার বলে শনাক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, গতকাল রাত প্রায় ১১টা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান কিশোর শৰ্মা। আজ রবিবার সকালে পুকুর পারে কিশোরের মোবাইল ফোনের হ্যান্ডসেট দেখে স্থানীয় কতিপয়ের সন্দেহ হয় তিনি পুকুরে পড়ে গিয়েছেন।

খবর দেওয়া হয় রঙিয়া থানায়। খবর পেয়ে এসডিআরএফ-এর দল নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিছুক্ষণের চেষ্টায় এসডিআরএফ উদ্ধার করে কিশোর শৰ্মার মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের পর অঞ্চলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ইত্যবসরে পুলিশ কিশোরের মৃতদেহটি নিজেদের জিম্মায় নিয়ে ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কিশোর শর্মা আত্মহত্যা করেছেন, না-ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে সে সম্পর্কে এখনই বলতে পারছেন না। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর পরবর্তী তদন্তে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande