বিলোনিয়া (ত্রিপুরা), ২০ এপ্রিল (হি.স.) : রবিবার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমা হাসপাতালে অবস্থিত মাতৃ ও শিশু স্বাস্থ্য ভবন পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে। তাঁর এই সফরের মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নমূলক কার্যক্রম পর্যবেক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্ত করা।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, “একটি সুস্থ সমাজ গঠনের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। এই মাতৃ ও শিশু ভবন শুধু দক্ষিণ ত্রিপুরার জনগণের জন্য নয়, বরং গোটা রাজ্যের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে।”
হাসপাতালের আধুনিক পরিকাঠামো, পরিচ্ছন্নতা ও কর্মীদের নিষ্ঠা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরিদর্শনের সময় তিনি ভবিষ্যতে আরও প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব স্বাস্থ্য পরিষেবা চালু করার প্রতিশ্রুতি দেন।
এই ধরণের পরিদর্শন শুধু প্রশাসনিক মূল্যায়ন নয়, বরং স্বাস্থ্যব্যবস্থার প্রতি সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন—এমনটাই মনে করছেন সাধারণ মানুষ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ