গুয়াহাটি পুলিশের হাতে গ্রেফতার মণিপুরে সশস্ত্র জঙ্গি কার্যকলাপে জড়িত পিএলএ ক্যাডার
গুয়াহাটি, ২০ এপ্রিল (হি.স.) : মণিপুরে জঙ্গি কার্যকলাপে জড়িত ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ)-র এক সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করেছে গুয়াহাটি পুলিশ। গ্রেফতারকৃত জঙ্গিকে মণিপুরের কাকচিং জেলার বাসিন্দা মায়াংলামবাম ববি সিং (৩১) বলে শনাক্ত করেছে পুলিশ। আজ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গুয়াহাটি ইস্টের ডিসিপি মৃণাল ডেকা


গুয়াহাটি, ২০ এপ্রিল (হি.স.) : মণিপুরে জঙ্গি কার্যকলাপে জড়িত ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ)-র এক সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করেছে গুয়াহাটি পুলিশ। গ্রেফতারকৃত জঙ্গিকে মণিপুরের কাকচিং জেলার বাসিন্দা মায়াংলামবাম ববি সিং (৩১) বলে শনাক্ত করেছে পুলিশ।

আজ রবিবার গুয়াহাটি ইস্টের ডিসিপি মৃণাল ডেকা জানান, গজরাজ ইন্টেলিজেন্সের কাছে প্রাপ্ত এক তথ্যের ভিত্তিতে গতকাল (শনিবার) রাতে বশিষ্ঠ থানার পুলিশ মায়াংলামবাম ববি সিংকে গ্রেফতার করেছে। সন্দেহভাজন ওই ব্যক্তি পল্টনবাজারের একটি হোটেলে আত্মগোপন করেছিল। অভিযানের আগের দিন মায়াংলামবাম সিং বেহারবাড়ির অন্য একটি হোটেলে এসে অবস্থান করছিল।

তিনি জানান, মায়াংলামবাম ববি সিং মণিপুরে একাধিক সশস্ত্র সহিংস কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিল। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande