কলকাতা, ২ এপ্রিল (হি.স.): রামনবমীর সতর্কতায় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া এই আটদিন কোনও পুলিশকর্মী ছুটি নিতে পারবেন না। এ নিয়ে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বুধবার তিনি সংবাদমাধ্যমকে বলেন, “হিন্দুদের উৎসব হলে দুর্ঘটনার ভয় আসে কেন? যারা দুর্ঘটনা ঘটাতে পারে, তাদের দেখা দরকার পুলিশের। হিন্দুদের সামলাতে হবে না। হিন্দুরা সুশৃঙ্খল। হিন্দুরা নিজের মতো করে উৎসব পালন করে। এত লক্ষ লক্ষ দুর্গাপুজো হয়, দুর্ঘটনা হয় না তো!”
তিনি বলেন, “জোর করে উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। এই বদভ্যাস তৃণমূল ও পুলিশকে ছাড়তে হবে। ছেড়ে দিন আমাদের হাতে। হিন্দুরা নিজের উৎসব নিজের মতো করে পালন করবে। যেখানে গন্ডগোলের ভয় আছে, সেখানে যান। কোনও পুলিশের দরকার নেই। আমরা দায়িত্ব নিচ্ছি।” অস্ত্র মিছিলের পক্ষেও ফের সওয়াল করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত