“মমতার মুখ্যমন্ত্রী থাকার কোনও অধিকার নেই”, দাবি বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রধানের
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): “আজকের সুপ্রিম কোর্টের রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকার কোনও অধিকার নেই।” এসএসসি শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এই বার্তা দিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য
Charles Nandi


কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): “আজকের সুপ্রিম কোর্টের রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকার কোনও অধিকার নেই।” এসএসসি শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এই বার্তা দিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী।

চার্লস লিখেছেন, “২০২১ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর মঞ্চ থেকে জনসভায় শুভেন্দু অধিকারী আওয়াজ তুলেছিলেন : তোলাবাজ ভাইপো হটাও।

সিবিআই চার্জশিটে জনৈক 'অভিষেক ব্যানার্জি'র নাম। চাকরি বিক্রির জন্য চেয়েছিলেন ১৫ কোটি। মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনেও না জানার ভান করেছেন। ২০২৬ এর স্লোগান: তোলাবাজ মমতা হটাও।

বাংলার মানুষের উচিত এই মুহূর্তে বাংলা স্তব্ধ করে দেওয়া। আর কতদিন এই আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকা পিসি ভাইপোর তোলাবাজি সরকারকে মানবেন? ২৬-এ নো ভোট টু মমতা।

চোরের মায়ের বড় গলা।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande