কলকাতা, ২ এপ্রিল (হি.স.): বাঁকুড়ার শালতোড়ায় শোভাযাত্রা করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। কিন্তু, পুলিশ অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ। তাই, শোভাযাত্রার অনুমতি চেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
৬ এপ্রিল রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর মিছিল হবে। বাঁকুড়ার শালতোড়ায় শোভাযাত্রা করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ। শোভাযাত্রার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল তারা। কিন্তু, ওইদিন শালতোড়ায় আরও মিছিল রয়েছে জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদকে শোভাযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ভিএইচপি। আগামিকাল বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত