শিমলা, ৩ এপ্রিল (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলার থিয়োগ এলাকায় এক নেপালি যুবক সুশীলকে (৩৪) হত্যার ঘটনায় অভিযুক্ত মাই রাম পুন ওরফে পারস রামকে পুলিশ কোঠখাই থেকে গ্রেফতার করেছে। অভিযুক্ত পলাতক ছিল, তবে পুলিশ বুধবার রাতে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হবে বলে জানান এক পুলিশ আধিকারিক।
উল্লেখ্য, থিয়োগ এলাকায় এক নেপালি যুবককে খুনের অভিযোগ উঠেছিল। জানা গেছে, নিহত যুবক ও অভিযুক্ত যুবক একই বাগানে শ্রমিক হিসেবে কাজ করত। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। বাগান মালিক জানান, দিন পনেরো আগে অভিযুক্ত যুবককে বাগানের কাজের জন্য রাখা হয়েছিল। তিনি একটি তাঁবুতে থাকতেন। অভিযুক্ত যুবক ৩১ মার্চ সকালে বাজারে যাওয়ার নাম করে বেরিয়ে যায়। ১ এপ্রিল সকালে তার তাঁবুর কাছে রক্তাক্ত অবস্থায় নিহত যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মদ্যপ অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য