ভোপাল, ২ এপ্রিল (হি.স.) : বুধবার মধ্যপ্রদেশের সতপুড়া ভবনে জনজাতি কল্যাণ দফতরে কর্মী সাসপেনশনের ঘটনায় বিক্ষোভ। জানা গেছে, কমিশনার শ্রীমন শুক্লা দফতরের এক কর্মী হর্ষপালকে দ্রুত অফিসে আসতে বললেও তিনি দেরিতে আসায় সাসপেন্ড করা হয় তাঁকে। এই সিদ্ধান্তের প্রতিবাদে অন্যান্য কর্মীরা বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়ন করা হয়। কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, সন্ধ্যার মধ্যে সাসপেনশন প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য