এক কর্মীকে সাসপেন্ড, অন্যান্য কর্মীদের বিক্ষোভে উত্তেজনা সতপুড়া প্রশাসনিক ভবনে
ভোপাল, ২ এপ্রিল (হি.স.) : বুধবার মধ্যপ্রদেশের সতপুড়া ভবনে জনজাতি কল্যাণ দফতরে কর্মী সাসপেনশনের ঘটনায় বিক্ষোভ। জানা গেছে, কমিশনার শ্রীমন শুক্লা দফতরের এক কর্মী হর্ষপালকে দ্রুত অফিসে আসতে বললেও তিনি দেরিতে আসায় সাসপেন্ড করা হয় তাঁকে। এই সিদ্ধান্তের
মধ্যপ্রদেশের সতপুড়া প্রশাসনিক ভবনে কর্মীদের বিক্ষোভ


ভোপাল, ২ এপ্রিল (হি.স.) : বুধবার মধ্যপ্রদেশের সতপুড়া ভবনে জনজাতি কল্যাণ দফতরে কর্মী সাসপেনশনের ঘটনায় বিক্ষোভ। জানা গেছে, কমিশনার শ্রীমন শুক্লা দফতরের এক কর্মী হর্ষপালকে দ্রুত অফিসে আসতে বললেও তিনি দেরিতে আসায় সাসপেন্ড করা হয় তাঁকে। এই সিদ্ধান্তের প্রতিবাদে অন্যান্য কর্মীরা বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়ন করা হয়। কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, সন্ধ্যার মধ্যে সাসপেনশন প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande