মাদ্রিদ, ২২ এপ্রিল (হি.স.) : সোমবার মাদ্রিদে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পোল ভল্ট তারকা আরমান্ড 'মন্ডো' ডুপ্ল্যান্টিসকে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার মনোনীত করা হয়েছে এবং আমেরিকার সর্বকালের সেরা জিমন্যাস্ট সিমোন বাইলস শীর্ষ মহিলাদের সম্মাননা দেওয়া হয়েছে।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে বিভিন্ন বিভাগে বিজয়ীর তালিকা:
স্পোর্টসওম্যান অব দ্য ইয়ার : সিমনে বাইলস
স্পোর্টসম্যান অব দ্য ইয়ার : অ্যাডমন্ড ডুপ্লান্টিস
টিম অব দ্য ইয়ার : রিয়াল মাদ্রিদ
ব্রেকথ্রু অব দ্য ইয়ার : লামিনে ইয়ামাল
কামব্যাক অব দ্য ইয়ার : রেবেকা আন্দ্রাদে
স্পোর্টসপারসন অব দ্য ইয়ার উইথ অ্যা ডিজ্যাবিলিটি : জিয়াং ইউয়ান
অ্যাকশন স্পোর্টসপারসন অব দ্য ইয়ার : টম পিডকক
লরিয়াস স্পোর্ট ফর গুড : কিকফোরলাইফ
লরিয়াস স্পোর্টস আইকন : রাফায়েল নাদাল
লরিয়াস লাইফটাইম অ্যাচিভমেন্ট : কলি স্লাটার
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি