কলকাতা, ২৩ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার ‘গড অফ ক্রিকেট’ সচিন রমেশ তেন্ডুলকরের ৫২তম জন্মদিন। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বইয়ে জন্মগ্রহণ করেন ক্রিকেটের এই ঈশ্বর। ২৪ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন তিনি। দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। পেয়েছেন অনেক প্রশংসা। সেই মহাতারকার জন্মদিনে একনজরে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর তৈরি করে যাওয়া কয়েকটি রেকর্ড।
সর্বাধিক ম্যাচ:
২৪ বছরের দীর্ঘ কেরিয়ারে মোট ৬৬৪ টি ম্যাচ খেলেছেন সচিন। বিশ্বের কোনও ক্রিকেটার এত সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। শুধুমাত্র ২০০ টি টেস্ট ম্যাচই খেলেছেন তিনি। সেই রেকর্ডও কারও নেই। সেইসঙ্গে ৪৬৩ টি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ খেলেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান:
৬৬৪ টি ম্যাচে মোট ৩৪,৩৫৭ রান করেছেন সচিন। গড় ৪৮.৫২। বল খেলেছেন ৫০,০০০-র বেশি। মোট ১০০ টি শতরান করেছেন। অর্ধশতরানের সংখ্যা ২৬৪। ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন। সচিনের পরই আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কুমার সাঙ্গাকারা, ২৮,০১৮ রান। এখন যাঁরা খেলেন তাঁদের মধ্যে বিরাট আছেন সকলের উপরে। তিনি আছেন তালিকায় ৭ নম্বরে। করেছেন ২৫,৩২২ রান। সুতরাং সচিনের রেকর্ড আরও অনেকদিন অটুট থাকবে তাতে কোনও সন্দেহ নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরান:
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে শতরানেরও 'শতরান' করেছেন সচিন। একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টি সেঞ্চুরি করেছেন তিনি। যে তালিকায় দুই নম্বরে আছেন বিরাট (৭৫ টি শতরান)।
একদিনের ক্রিকেট এবং টেস্টে সর্বাধিক শতরান:
আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে শতরানের তালিকায় শীর্ষে থাকার পাশাপাশি একদিনের ক্রিকেট এবং টেস্টেও সর্বাধিক সেঞ্চুরির মালিক সচিন। ৪৬৩ টি একদিনের ম্যাচে ৪৯ টি শতরান করেছেন। বিরাট কোহলি করেছেন ৪৬ টি শতরান।
টেস্টে ৫১ টি শতরান করেছেন সচিন।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক অর্ধশতরান:
শতরানের মতো আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক অর্ধশতরানের রেকর্ডও সচিনের দখলে আছে। তিনি মোট ২৬৪ টি অর্ধশতরান করেছেন। এখনকার ক্রিকেটারদের মধ্যে আছেন বিরাট কোহলি। তাঁর অর্ধশতরানের সংখ্যা ২০৫ রান।
সর্বাধিক সিরিজ সেরার পুরস্কার:
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সিরিজ সেরার পুরস্কারের তালিকায় যুগ্মভাবে শীর্ষে আছেন সচিন। মোট ২০ বার সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন (৫ বার টেস্টে, ১৫ বার একদিনের ক্রিকেটে)। আর বিরাটও ২০ বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ( ৩ বার টেস্টে, ১০ বার একদিনের ক্রিকেট এবং ৭ বার টি-২০ তে)। তবে বিরাট যে সচিনকে ছুঁয়েছেন, সেটার পিছনে টি-২০ ক্রিকেটের বড় অবদান আছে।
সর্বাধিক ম্যাচের সেরা পুরস্কার :
২৪ বছরের কেরিয়ারে ৭৬ বার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সচিন। তাঁর পিছনেই আছেন বিরাট। বিরাট ম্যাচের সেরা পুরস্কার জিতেছেন ৬৩ বার।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি