কলকাতা, ২৩ এপ্রিল (হি.স.): মঙ্গলবার পহেলগামে পর্যটকদের উপর জঙ্গিদের হামলা হয়। এই ঘটনায় ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর বুধবার ভারতের ক্রীড়াবিদরা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন ও ক্ষোভে ফেটে পড়েছেন। পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার নিন্দায় জাতির সঙ্গে তারা যোগ দিয়েছেন। বিরাট কোহলি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই নিষ্ঠুর কাজের জন্য ন্যায়বিচার প্রার্থনা করেছেন।
ভারতের অধিনায়ক রোহিত শর্মাও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শোক প্রকাশ করে বলেছেন, নিরীহ পর্যটকদের ওপর এমন মর্মান্তিক হামলার ঘটনায় অত্যন্ত ব্যাথিত। দোষীদের কোনও ভাবেই ছাড়া যাবে না। ওদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেছেন , নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এর জন্য দায়ীদের খুঁজে বের করতে হবে। ভারতের প্রাক্তন অলরাউন্ডার সুরেশ রায়না বলেছেন, জঙ্গিদের এই কাপুরুষোচিত কাজের তীব্র নিন্দা জানাই। শুভমান গিল তার এক্স হেন্ডেলে লিখেছেন, এই মর্মান্তিক ঘটনার পর মনটা ভেঙে গেছে। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা রইল। এই ধরনের হিংসাকে ক্ষমা করা যায় না। প্রাক্তন স্পিনার হরভজন সিং বলছেন, কাপুরুষোচিত হামলায় প্রাণ হারানো পরিবার গুলোর সদস্যদের জন্য আমার হৃদয় ভেঙে যায়। এটা ক্ষমা করা যায় না। ভারতের প্রাক্তন উইকেটরক্ষক পার্থিব প্যাটেল বলেছেন, কাশ্মীরে যা ঘটেছে তা শুনে আমি হতবাক। দায়ীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। কুম্বলে বলেছেন, অর্থহীন সহিংসতায় নিরীহ প্রাণ হারিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য শান্তি কামনা করছি। আসুন আমরা ঘৃণার বিরুদ্ধে একসাথে দাঁড়াই। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছেন, একটি জঘন্য, কাপুরুষোচিত কাজ যা জাতিকে সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ করবে। ক্ষুব্ধ অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী বক্সার বিজেন্দর সিংও। তিনি জানিয়েছেন,আমাদের সাহসী সৈন্যরা আগামী দিনে এই কাপুরুষোচিত আক্রমণের অবশ্যই উপযুক্ত জবাব দেবে।
অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও একটি আবেগঘন পোস্টএ লিখেছেন,পহেলগাম জঙ্গি হামলার শিকারদের জন্য আমার হৃদয় ব্যাথা করছে। এই বর্বরতাকে সহ্য করা যায় না। অলিম্পিক স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া বলেছেন,জম্মু ও কাশ্মীরে মর্মান্তিক হামলায় হৃদয় ভেঙে গেছে। ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা। অলিম্পিকে আর এক পদক জয়ী অভিনব বিন্দ্রা বলেছেন,পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় আমি মর্মাহত। আমাদের পৃথিবীতে জঙ্গিদের কোনও স্থান নেই, ঘৃণা এবং সহিংসতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি