সিলেট, ২২ এপ্রিল (হি.স.) : আলোক স্বল্পতার জন্য বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম টেস্ট খেলা বার বার বিঘ্নিত হয়েছে। তা সত্ত্বেও সিলেট টেস্টের তৃতীয় দিনে এসে পরিষ্কারভাবে চালকের আসনে বসেছে বাংলাদেশ। এক উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দিন শেষে করেছে ৪ উইকেটে ১৯৪। লিড ১১২ রানের। হাতে আছে ৬ উইকেট। অধিনায়ক শান্ত এখন ব্যাট করছেন ৬০ রানে। আর জাকেরের ব্যাটে এসেছে ২১ রান। চতুর্থ দিনে বড় লিডের আশায় তাদের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।
উল্লেখ্য, সিলেট টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করে ১৯১ রান অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান করা জিম্বাবুয়ে পায় ৮২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে সে লিড টেক্কা দিয়ে এখন সফরকারীদের বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার মিশনে ব্যাট করছে বাংলাদেশ।
স্কোর বোর্ড:
বাংলাদেশ: ১৯১ ও ৫৭ ওভারে ১৯৪/৪ (মাহমুদুল ৩৩, মুমিনুল ৪৭, নাজমুল ৬০ , জাকের ২১ , মুজারাবানি ৩/৫১, নিয়াউচি ১/২৮)।
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি