কেন্দ্রের পদক্ষেপে কাশ্মীরে শান্তি ফিরবে, আশাবাদী দিলীপ ঘোষ
কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুতে ব্যথিত বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি আশাপ্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকার আগেও কঠোর পদক্ষেপের মাধ্যমে কাশ্মীরে সমস্যার সমাধান করেছিল, এবার তাই করবে কেন্দ্রী
দিলীপ ঘোষ


কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুতে ব্যথিত বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি আশাপ্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকার আগেও কঠোর পদক্ষেপের মাধ্যমে কাশ্মীরে সমস্যার সমাধান করেছিল, এবার তাই করবে কেন্দ্রীয় সরকার।

বৃহস্পতিবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, গত ১০ বছর ধরে, কেন্দ্রীয় সরকার কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বিভিন্ন পদক্ষেপের পর, শান্তি ফিরে এসেছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফল স্পষ্ট। তবে, নির্বাচনের দাবি এবং সরকার গঠনের পরেও, এত বড় ঘটনা ঘটেছে, এটি সত্যিই দুঃখজনক।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande