মধুবনী, ২৪ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে বিহারের মন্ত্রী নীতিন নবীন বলেছেন, প্রধানমন্ত্রী মোদী বিহারের ভূমি থেকে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে আমরা সন্ত্রাসবাদকে সমর্থন করি না। আমরা সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দেব।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিহারের মধুবনীতে এক অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই হামলা কেবল নিরস্ত্র পর্যটকদের উপরই হয়নি; দেশের শত্রুরা ভারতের বিশ্বাসের উপর আক্রমণ করার সাহস করেছে। আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই হামলা চালিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তাদের কল্পনার চেয়েও বড় শাস্তি পেতে হবে। এখন সময় এসেছে সন্ত্রাসবাদীদের অবশিষ্ট যতটুকু জমি আছে, তাও ধ্বংস করার।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ