দুর্গাপুর, ২৪ এপ্রিল (হি.স.) : রাতে স্নান করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিল এক তরুণ। বৃহস্পতিবার সকালে পার্কের ভিতর থেকে উদ্ধার হল তার ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রিন্স মোদী (১৯)। তিনি বাবা-মায়ের সঙ্গে কুমারডিহি এ কোলিয়ারি এলাকায় থাকতেন। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত ৯টা নাগাদ স্নান করার কথা বলে বাড়ি থেকে বের হয় প্রিন্স। এরপর আর সে ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে পার্কের ভিতরে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা