পাথারকান্দি (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবার প্রথমবারের মতো পাথারকান্দি সমজেলায় স্ট্রং রুমে ব্যালট বক্স মজুত রাখার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেছেন শ্রীভূমির জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী।
আগামী ২ মে পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট। আজ পাথারকান্দি সমজেলার ষ্ট্রংরূম পরিদর্শন করার পাশাপাশি প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধির সামনে নির্বাচনের প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী ব্যালট বক্স এনে স্ট্রংরূমে সিল করে রেখেছেন জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী। সঙ্গে ছিলেন সমজেলা কমিশনার মিনার্ভা দেবী আরামবাম, অতিরিক্ত জেলাশাসক রূপক মজুমদার, পাথারকান্দির সার্কল অফিসার বলিন বাবা বালারি, সহযোগী সার্কল অফিসার অদিতি নুনিশা, পাথারকান্দির বিডিও অজয় কার্কি ছেত্রী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী বলেন, পাথারকান্দিকে সমজেলা ঘোষণার পর এবার প্রথম পাথারকান্দির সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজ এবং আকাইদুম নেহরু বিদ্যাপীঠের মধ্যবর্তী স্থান আকাইদুমে স্ট্রংরুম করা হয়েছে। এখানেই ভোট গণনা হবে। স্ট্রং রুমে নিরাপত্তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ইন্টারনেট সহ সবকিছুর ব্যবস্থা করা হবে। দ্রুতগতিতে কাজ চলছে যাতে ভোটগণনায় নিয়োজিত কর্মীদের কোনও অসুবিধা না হয়।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস