পহেলগাম কাণ্ডের তীব্র প্রতিবাদ পাথারকা‌ন্দি‌তে, বি‌ক্ষোভ প্রদর্শন হিন্দু জাগরণ ম‌ঞ্চের
পাথারকা‌ন্দি (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : কাশ্মীরের পহেলগামে সংগঠিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে পাথারকা‌ন্দি‌তে বি‌ক্ষোভ প্রদর্শন করেছে হিন্দু জাগরণ ম‌ঞ্চ। পা‌ক-মদতপুষ্ট সন্ত্রাসী‌দের দ্বারা মঙ্গলবার কাশ্মী‌রের পহেলগামের বৈসরা‌ন
পাথারকা‌ন্দি‌তে বি‌ক্ষোভ প্রদর্শন হিন্দু জাগরণ ম‌ঞ্চের


পাথারকা‌ন্দি (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : কাশ্মীরের পহেলগামে সংগঠিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে পাথারকা‌ন্দি‌তে বি‌ক্ষোভ প্রদর্শন করেছে হিন্দু জাগরণ ম‌ঞ্চ। পা‌ক-মদতপুষ্ট সন্ত্রাসী‌দের দ্বারা মঙ্গলবার কাশ্মী‌রের পহেলগামের বৈসরা‌ন এলাকায় পঁচিশ জন হিন্দু পর্যটককে নৃশংসভাবে হত্যার বিরুদ্ধে ধিক্কার ও নিন্দা জা‌নি‌য়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রতিবাদী বি‌ক্ষোভ কার্যসূচি অনুষ্ঠিত হয়েছ পাথারকা‌ন্দি‌তে।

‌হিন্দু জাগরণ মঞ্চ পাথারকা‌ন্দি প্রখ‌ণ্ডের ব্যবস্থাপনায় পাথারকান্দি টাউন কালীবাড়ি প্রাঙ্গ‌ণে আহূত বি‌ক্ষোভ কার্যসূচি‌তে সংগঠ‌নের কার্যকর্তা ও সমর্থক হা‌তে হাতে বি‌ভিন্ন প্ল্যাকার্ড সহ জ্বলন্ত মশাল নি‌য়ে বি‌ক্ষোভ দেখান। এতে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী সাহবাজ শ‌রি‌ফের কুশপুত্ত‌লিকা পুড়িয়ে প্রতিবাদ করা হয়। প‌রে নিহত‌দের আত্মার সদগ‌তি কামনা ক‌রে এক মি‌নিট নীরবতা পালন সহ আহত‌দের দ্রুত আরোগ্য কামনা শে‌ষে ধিক্কারজনক এ কা‌ণ্ডে জ‌ড়িত‌দের চি‌হ্নিত করে এবং এদের মদতপুষ্ট‌দের বিরুদ্ধে ক‌ঠোর শা‌স্তির দা‌বি‌তে ভারত সরকা‌রের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন সংগঠ‌নের কর্মকর্তারা।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande