হাফলং (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : জম্মু-কাশ্মীরের পহেলগামে হিন্দু-সংহারের ঘটনায় গর্জে উঠেছে ডিমা হাসাও জেলা বিশ্বহিন্দু পরিষদ। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় হাফলং ট্যাক্সি স্ট্যান্ডে বিশ্বহিন্দু পরিষদের বিভিন্ন স্তরের পদাধিকারী, কার্যকর্তা এবং সমর্থক পহেলগামে সন্ত্রাসবাদীর গুলিতে ২৮ জনের নিহত হওয়ার ঘটনার তীব্র ভাষায় ধিক্কার জানিয়ে প্রতিবাদী কার্যসূচি পালন করে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
বিশ্বহিন্দু পরিষদের মহামন্ত্রী বিক্রম সিং জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গিদের নরসংহারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, গত ২২ এপ্রিলের এই ঘটনা সমগ্র ভারতবাসীকে মর্মাহত করেছে। জঙ্গিরা পর্যটকদের কোন ধর্মের জিজ্ঞেস করে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে, যা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। তিনি এই জঙ্গি হানার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে ভারত সরকারের প্রতি কড়া ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন।
এদিকে পহেলগামে জঙ্গি হানায় নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করার পাশাপাশি প্রতিবাদকারীরা কালো কাপড় পরে প্রতিবাদ জানান।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব