কৃষ্ণনগর, ২৪ এপ্রিল (হি.স.): নদিয়া জেলার কৃষ্ণনগরে মৃতদেহ দাহ করে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত দেপাড়া এলাকায়। মৃতদের নাম পুতুল মণ্ডল (৩২) এবং কাজল বিশ্বাস (৪০)। এই দুর্ঘটনায় আরও ২৯ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, বুধবার বেলা বারোটা নাগাদ হাঁসখালির হলদিপাড়ার বাসিন্দা শান্তিরাম মণ্ডল (৬৫) মারা যান। সন্ধ্যা সাতটা নাগাদ মৃতের পরিবারের লোকজন দেহ নিয়ে নবদ্বীপ শ্মশানে যান। গভীর রাতে মৃতদেহ দাহ করে বাড়ি ফিরছিলেন তাঁরা। কোতোয়ালি থানার অন্তর্গত দেপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। যার জেরে গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুতুল মণ্ডল এবং কাজল বিশ্বাসের। জানা গিয়েছে, মৃত শান্তিরামের পুত্রবধূ ছিলেন পুতুল। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ