কানপুর, ২৪ এপ্রিল (হি.স.) : জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহত উত্তর প্রদেশের শুভম দ্বিবেদীর কানপুরের বাড়িতে গেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুভম দ্বিবেদীর শেষকৃত্যর আগে বৃহস্পতিবার তাঁর কানপুরের বাড়িতে পৌঁছে শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দেন তিনি।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, জঙ্গিদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। এই নৃশংস ঘটনায় যুক্ত দোষীদের মধ্যে কাউকেই ছাড়া হবে না, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য