ত্রিপুরায় আরও একটি আইআর ব্যাটালিয়ন, কেন্দ্রের অনুমোদন
আগরতলা, ১৫ মে (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর আরও একটি ইন্ডিয়া রিজার্ভ (আইআর) ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা সোশ্যাল মিডিয়ায় আপডেটটি শেয়ার করেছেন এবং প্রধানমন্ত
টিএসআর


আগরতলা, ১৫ মে (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর আরও একটি ইন্ডিয়া রিজার্ভ (আইআর) ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা সোশ্যাল মিডিয়ায় আপডেটটি শেয়ার করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা লিখেছেন, “ত্রিপুরার জন্য বিরাট সাফল্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা স্টেট রাইফেলস-এর জন্য আরও একটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে, যা নিরাপত্তা বৃদ্ধি করবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর প্রতি কৃতজ্ঞ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande