বিলোনিয়া (ত্রিপুরা), ১৫ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলা সফরে এলেন তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান। সফরে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দক্ষিণ জেলা সদর বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা ও পরিকল্পনা নিয়ে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠকে যোগ দেন।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগানের পৌরহিত্যে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সাথে ছিলেন জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি, জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সহ জেলা ও মহকুমা প্রশাসনিক স্তরের আধিকারিকরা । দক্ষিণ জেলার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি যেমন রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জলজীবন মিশন, বিদ্যুৎ , শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সহ আরও অন্যান্য বিষয়ে বাস্তবায়নের সফলতার চিত্র খতিয়ে দেখেন। পর্যালোচনা বৈঠক শেষে বিলোনিয়া সার্কিট হাউস থেকে কনভয় করে বিলোনিয়া হাসপাতালে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান। সেখানে মহকুমা স্বাস্থ্য আধিকারিক সহ হাসপাতালের কর্মীরা সংবর্ধনা প্রদান করে অভিনন্দন জানিয়ে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে মাতৃত্ব ও শিশু বিভাগে নিয়ে যান।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান মাতৃত্ব ও শিশু বিভাগ পরিদর্শন করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিলোনিয়া হাসপাতালের পরিকাঠামো খুবই ভাল। খুবই ভাল লাগল। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য পরিষেবাকে মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে বদ্ধপরিকর। একদিকে মেডিকেল কলেজ যেমন গড়ে তোলা হচ্ছে তেমনি স্বাস্থ্য খাতে বাজেটও বরাদ্দ করছে। বিলোনিয়া হাসপাতালকে স্টেট হাসপাতাল হিসেবে ঘোষণা হবে কিনা? সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, স্টেট হাসপাতালের জন্য রাজ্য সরকার আলোচনা করবে। অপরদিকে চিকিৎসক সংকটের বিষয়ে তিনি জানান, চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে দুর্গাপূজার আগেই রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসক নিয়োগ করা হবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
হাসপাতাল পরিদর্শন শেষে আকাশ বানী বিলোনিয়া সেন্টার পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান। কথা বলেন এই সেন্টারের আধিকারিক ও কর্মীদের সাথে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ