চিন, তুরস্ক এবং আজারবাইজানের পণ্যসামগ্ৰী বৰ্জনের আহ্বান উত্তরপূর্ব স্বদেশী জাগরণ মঞ্চের
গুয়াহাটি, ১৫ মে (হি.স.) : দেশজুড়ে চিন, তুরস্ক এবং আজারবাইজানের পণ্যসামগ্ৰী বৰ্জন অভিযানকে সম্পূৰ্ণ সমৰ্থনের ঘোষণা করেছে উত্তর-পূর্বাঞ্চল স্বদেশী জাগরণ মঞ্চ। ওই দেশগুলির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার পাশাপাশি ভ্ৰমণও পুরোপুরি বন্ধ করতে উত্তর-পূর্ব
স্বদেশী জাগরণ মঞ্চ_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ১৫ মে (হি.স.) : দেশজুড়ে চিন, তুরস্ক এবং আজারবাইজানের পণ্যসামগ্ৰী বৰ্জন অভিযানকে সম্পূৰ্ণ সমৰ্থনের ঘোষণা করেছে উত্তর-পূর্বাঞ্চল স্বদেশী জাগরণ মঞ্চ। ওই দেশগুলির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার পাশাপাশি ভ্ৰমণও পুরোপুরি বন্ধ করতে উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসায়ী এবং নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বদেশী জাগরণ মঞ্জ উত্তর-পূর্বাঞ্চল।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর অভিযানকালে তুরস্ক এবং আজারবাইজান পাকিস্তানকে সরাসরি সমৰ্থন তথা সহযোগিতা করার প্ৰতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বদেশী জাগরণ মঞ্চ-এর উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক অধ্যাপক দীপক শৰ্মা৷

এক বিবৃতিত স্বদেশী জাগরণ মঞ্চ-এর উত্তরপূর্ব ভারতের আঞ্চলিক সমন্বয়ক অধ্যাপক দীপক শৰ্মা বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধের সময় পাকিস্তানকে সামরিক ড্ৰোন সরবরাহ করেছিল তুরস্ক। এজন্যই গোটা দেশে তুরস্ক এবং আজারবাইজানকে বৰ্জন করার অভিযানকে সফল করতে এগিয়ে এসেছে স্বদেশী জাগরণ মঞ্চ-এর উত্তর-পূর্বাঞ্চল।

এই অঞ্চলের সর্বস্তরের নাগরিক এবং ব্যবসায়ীর প্রতি আহ্বান জানিয়ে সমন্বয়ক দীপক শর্মা বলেন, ভারতের সাৰ্বভৌমত্ব ও নিরাপত্তাজনিত চিন্তাকে সম্মান করে না এমন দেশে ভ্ৰমণ এবং ওই সব দেশের সঙ্গে বাণিজ্য করা থেকে দূরে থাকা উচিত। তুরস্কে নিৰ্মিত রেডিমেড কাপড়, জারা, এডিডাস, নাইক ইত্যাদি বিদেশি ব্র্যান্ডগুলিকে ভারতে আমদানি না করে, এ দেশে বিক্ৰি না করতে আহ্বান জানিয়েছেন স্বদেশী জাগরণ মঞ্চ-এর উত্তরপূর্ব ভারতের আঞ্চলিক সমন্বয়ক অধ্যাপক দীপক শৰ্মা।

বিবৃতিতে স্বদেশী জাগরণ মঞ্চ-এর উত্তরপূর্ব ভারতের আঞ্চলিক সমন্বয়ক অধ্যাপক দীপক শৰ্মা আরও লিখেছেন, ২০২৩ সালে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ককে মানবিক দিক থেকে ভারতই সর্বপ্রথম নানা ধরনের সাহায্য প্রদান করেছিল। অথচ পাকিস্তানের সঙ্গে তুরস্কের ক্ৰমবৰ্ধমান সামরিক মিত্ৰতা এখন ভারতের রাষ্ট্ৰীয় নিরাপত্তার প্ৰতি প্ৰত্যক্ষ হুমকির আবহ তৈরি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যে সমগ্ৰ দেশে তুরস্ক এবং আজারবাইজানের সঙ্গে পৰ্যটন এবং পণ্য সামগ্ৰী আমদানি বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

উত্তরপূর্ব ভারতের ব্যবসায়ী এবং ট্ৰ্যাভেল অপারটররাও এই বৰ্জন অভিযানে সক্ৰিয়ভাবে অংশগ্ৰহণ করে বুকিং বাতিল করে তুরস্ক এবং আজারবাইজানের সঙ্গে বাণিজ্যিক সম্পৰ্ক বন্ধ করে দিয়েছেন। এই শক্তিশালী কার্য জাতীয় আন্দোলনের সঙ্গে সংগতি রেখে ভারতের ঐক্য ও নিরাপত্তা সৰ্বোচ্চ বলে বিবৃতিতে বলেছেন দীপক শৰ্মা।

স্বদেশী জাগরণ মঞ্চ-এর এই বৰ্জন অভিযানের আবেদনে জনসাধারণের অংশগ্ৰহণ আরও অধিক শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করে সাম্প্রতিককালের সংবেদনশীল সময় রাষ্ট্ৰীয় স্বাৰ্থের প্ৰতি দায়বদ্ধতাকে উত্তরপূর্ব ভারত আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande