গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে, তাপপ্রবাহেরও সতর্কতা
কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.): অসহ্য গরমে হাঁসফাঁস করছে মহানগরী কলকাতা, শহর ও শহরতলি সর্বত্রই অস্বস্তিকর গরম। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত এই গরম থেকে নিস্তার পাবে না দক্ষিণবঙ্গ, তাপমাত্রা আরও বৃদ্ধির কথা জা
বসন্তেই তীব্র গরমের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ফের চড়ছে পারদ


কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.): অসহ্য গরমে হাঁসফাঁস করছে মহানগরী কলকাতা, শহর ও শহরতলি সর্বত্রই অস্বস্তিকর গরম। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত এই গরম থেকে নিস্তার পাবে না দক্ষিণবঙ্গ, তাপমাত্রা আরও বৃদ্ধির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি বেশি।

আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা সাধারণভাবে স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি থাকবে। সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছলে এবং তা স্বাভাবিকের থেকে অন্তত ৪.৫ ডিগ্রি বেশি হলে, ‘তাপপ্রবাহ’ তৈরি হয়েছে বলা হয়। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৫ ডিগ্রি বেশি হলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত হয়। সর্বনিম্ন তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়ছে। তাই রাতের বেলাতে বেশ গরম অনুভূত হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande