শুক্রবার সিএসকে বনাম এসআরএইচ আইপিএলে মুখোমুখি
কলকাতা, ২৫ এপ্রিল(হি.স.) : এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার নবম-দশমের লড়াই। চেন্নাই সুপার কিংস (সিএসকে) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ)। দুটি দলই আটটা ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে। রান রেটে এগিয়ে থাকার জন্য হায়দরাবাদ নবম স্থানে আ
সিএসকে বনাম এসআরএইচ আজ আইপিএলে মুখোমুখি,দেখে নিন হেড টু হেড রেকর্ড


কলকাতা, ২৫ এপ্রিল(হি.স.) : এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার নবম-দশমের লড়াই। চেন্নাই সুপার কিংস (সিএসকে) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ)। দুটি দলই আটটা ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে। রান রেটে এগিয়ে থাকার জন্য হায়দরাবাদ নবম স্থানে আছে। শুক্রবার দুটি দলই চাইবে ম্যাচ জিতে টেবিলের ওপরে উঠে আসতে। আইপিএলে দুই দলের মধ্যে মুখোমুখি লড়াইয়ের রেকর্ডগুলি এখানে দেওয়া হল :

আইপিএলে সিএসকে বনাম এসআরএইচের মুখোমুখি রেকর্ড :

খেলা ম্যাচ : ২১টি

সিএসকে জিতেছে : ১৫টি

এসআরএইচ জিতেছে : ৬টি

শেষ ফলাফল : সিএসকে ৭৮ রানে জয়ী (এপ্রিল ২০২৪)

আইপিএলে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিএসকে বনাম এসআরএইচ :

খেলা ম্যাচ : ৫টি

সিএসকে জিতেছে : ৫টি

এসআরএইচ জিতেছে : ০

শেষ ফলাফল : সিএসকে ৭৮ রানে জয়ী (এপ্রিল ২০২৪)

আইপিএলে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিএসকের রেকর্ড :

খেলা ম্যাচ : ৭৫টি

জিতেছে : ৫১টি

হার : ২৩টি

টাই : ১টি

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande