জমে উঠেছে আইপিএলের অরেঞ্জ ও পার্পল ক্যাপের লড়াই
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.) : আইপিএল ২০২৫-র ৪৩তম ম্যাচের পর জমে উঠেছে অরেঞ্জ কাপ ও পার্পল ক্যাপের লড়াই। অরেঞ্জ ক্যাপে গুজরাট টাইটানসের সাই সুদর্শন ৮ ম্যাচ থেকে ৪১৭ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন। তার ধারাবাহিক ফর্ম রান-স্কোরিং চার্টে তাকে
জমে উঠেছে আইপিএলের অরেঞ্জ ও পার্পল ক্যাপের লড়াই


কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.) : আইপিএল ২০২৫-র ৪৩তম ম্যাচের পর জমে উঠেছে অরেঞ্জ কাপ ও পার্পল ক্যাপের লড়াই। অরেঞ্জ ক্যাপে গুজরাট টাইটানসের সাই সুদর্শন ৮ ম্যাচ থেকে ৪১৭ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন। তার ধারাবাহিক ফর্ম রান-স্কোরিং চার্টে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার পাশে আছেন আরসিবির বিরাট কোহলি ও এলএসজির নিকলাস পুরান। বিরাট ৯ ম্যাচে ৩৯২ এবং নিকোলাস পুরানো ৯ ম্যাচে ৩৭৭ রান করেছেন। দুজনেই দুর্দান্ত ফর্ম এ থেকে অরেঞ্জ কাপের শীর্ষস্থানের লড়াইকে তীব্র করে তুলেছেন।

শীর্ষ ১০ রান সংগ্রাহকের তালিকায় সূর্যকুমার যাদব (৯/৩৭৩), জস বাটলার (৮/৩৫৬) এবং যশস্বী জয়সওয়াল (৯/৩৫৬) রান করে এই লড়াইয়ে রয়েছেন। তালিকায় আছেন মিচেল মার্শ (৮/৩৪৪) এবং এইডেন মার্করামের (৯/৩২৬) মতো খেলোয়াড়রাও।

আইপিএল পার্পল ক্যাপ:

আইপিএলের ৪৩তম ম্যাচের পর গুজরাট টাইটানসের প্রসিদ্ধ কৃষ্ণ ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়ে পার্পল ক্যাপ ধরে রেখেছেন। গুজরাট টাইটানসের বোলিং আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তার অসাধারণ পারফর্মেনস তাকে লিগ টেবিলে আরও ভালো জায়গায় নিয়ে গেছে । তাকে তাড়া করতে নেমেছেন আরসিবির জশ হ্যাজেলউড(৯/১৬) এবং চেন্নাই সুপার কিংস এর নূর আহমেদ(৯/১৪), যারা ধারাবাহিকভাবে পারফরমেনস দেখিয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠার চেষ্টা করছেন।

শীর্ষ ১০ উইকেট শিকারীর তালিকায় আছেন এসআর এইচের হর্ষল প্যাটেল (৮/১৩), ডিসির কুলদীপ যাদব (৮/১২) এবং জিটির সাই কিশোর (৮/১২)তাদের দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । এদিকে, মোহাম্মদ সিরাজ (জিটি), ক্রুনাল পান্ডিয়া (আরসিবি),খালিদ আহমেদ (সিএসকে), হার্দিক পান্ডিয়া (এম আই) ও শারদুল ঠাকুর (এলএসজি) এরা প্রত্যেকেই ৮-৯ টি করে ম্যাচ খেলে ১২ টি করে উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে আছেন। তাই আইপিএল ২০২৫ এর শীর্ষ উইকেট শিকারীর প্রতিযোগিতাতে থাকছে এক রোমাঞ্চকর লড়াইয়ের প্রতিশ্রুতি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande