মহিলা ত্রিদেশীয় সিরিজ: ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সাথে সাথে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত
মুম্বই, ২৬ এপ্রিল (হি.স.): রবিবার কলম্বোতে ত্রি-সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে হরমনপ্রীত কৌরের ভারতীয় মহিলা দল। এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দল। এই টুর্নামেন্টের মাধ্যমে ৫০ ওভারের বিশ্বকাপের জন্য উইমেন ইন
মহিলা ত্রিদেশীয় সিরিজ: ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সাথে সাথে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত


মুম্বই, ২৬ এপ্রিল (হি.স.): রবিবার কলম্বোতে ত্রি-সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে হরমনপ্রীত কৌরের ভারতীয় মহিলা দল।

এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দল। এই টুর্নামেন্টের মাধ্যমে ৫০ ওভারের বিশ্বকাপের জন্য উইমেন ইন ব্লু দলের প্রস্তুতি শুরু হবে, যা এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে বোলিং ও ব্যাটিং বিভাগটি দেখে নিতে চাইবে ভারত। ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কাশভি, মহিলা প্রিমিয়ার লীগে গুজরাট জায়ান্টসের হয়ে এক অনন্য সাফল্য পেয়েছিলেন। তিনি ৯টি খেলায় ৬.৪৫ ইকোনমি রেটে ১১টি উইকেট নিয়েছিলেন। এবার তিনি এই সিরিজে সুযোগ পেয়েছেন।

তিতাস সাধু, রেণুকা সিং এবং পূজা ভাস্ত্রকর সকলেই ইনজুরিতে ভুগছেন, তাই পেস বোলিং অরুন্ধতী রেড্ডির উপর নির্ভরশীল , অলরাউন্ডার আমানজোত কৌরই একমাত্র মিডিয়াম পেসার।

তবে প্রেমাদাসা স্টেডিয়ামে, যেখানে ধীরগতির বোলাররাই রাজত্ব করে। সিনিয়র অফ-স্পিনার দীপ্তি শর্মা এবং স্নেহ রানা এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বাম-হাতি স্পিনার শ্রী চারানি সিরিজে ভালো বল করবেন আশা করা যাচ্ছে। এমনকি কৌরও প্রয়োজনে তার দ্রুত অফ-ব্রেক বল করতে পারবেন।

শেফালি ভার্মা আবারও দলে নেই। ব্যাটিংয়ে রয়েছেন অধিনায়ক কৌর, তার ডেপুটি স্মৃতি মান্ধানা, পাওয়ার-হিটার রিচা ঘোষ, অ্যাঙ্কর জেমিমা রড্রিগস এবং হারলিন দেওল।

ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ছয়টি ওয়ানডে ম্যাচ জিতে ভারত ত্রি-দেশীয় সিরিজে খেলতে নামছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande