এমএলএস: ইন্টার মায়ামির কেরিয়ারে রবিবার সবচেয়ে বড় পরাজয় দেখল আর্জেন্টাইন মহাতারকা
ফ্লোরিডা, ১১মে(হি.স.): রবিবার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হল মেসির মায়ামি। চমৎকার ফিনিশিংয়ে একটি গোল লিওনেল মেসি করলেও তাতে লাভ কিছু হল না। বড় হার নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। এর আগে মায়ামির
এমএলএস:  ইন্টার মায়ামির ক্যারিয়ারে আজ সবচেয়ে বড় পরাজয় দেখল আর্জেন্টাইন মহাতারকা


ফ্লোরিডা, ১১মে(হি.স.): রবিবার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হল মেসির মায়ামি।

চমৎকার ফিনিশিংয়ে একটি গোল লিওনেল মেসি করলেও তাতে লাভ কিছু হল না। বড় হার নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।

এর আগে মায়ামির হয়ে খেলা ম্যাচগুলোর মধ্যে মেসির বড় পরাজয় ছিল ৩-১ গোলে, ভিন্ন তিন ম্যাচে। এই মাসের শুরুতে কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপে ভ্যানকুভারের বিপক্ষে, একই টুর্নামেন্টে ২০২৪ সালে মন্তেরেইয়ের বিপক্ষে, একই বছর এমএলএসে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ওই স্কোরলাইনে হেরেছিল মায়ামি। মায়ামির হয়ে প্রায় দুই বছরের কেরিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩টি ম্যাচে মেসির এটি অষ্টম হার।

ম্যাচে মায়ামি একচেটিয়া আধিপত্য দেখিয়ে

৭৩ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য ১০টি শট নিয়েও বড় হারের স্বাদ পেল। মিনেসোটার ৮ শটের ৫টি লক্ষ্যে ছিল। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্স এর পয়েন্ট তালিকার চারে আছে মায়ামি। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande