কেপটাউন, ১৩ (হি.স.) : মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৩-২৫ ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকা তাদের দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। দলে ফিরেছেন ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি, যিনি ইনজুরির কারণে খেলতে পারেননি। কাগিসো রাবাদা, মার্কো জ্যানসেন, ডেন প্যাটারসন এবং করবিন বোশের সমন্বয়ে গঠিত ফাস্ট বোলিং লাইনআপে এনগিদি যোগ দিয়েছেন। সেনুরান মুথুসামির সাথে স্পিন বিভাগ সামলাবেন কেশব মহারাজ। ১১ জুন থেকে লর্ডসে ডব্লিউটিসি ফাইনাল শুরুই হবে।
ডব্লিউটিসি ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকা দল :
টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, এইডেন মার্করাম, উয়ান মুল্ডার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, করবিন বোশ, কাইল ভেরেইন, ডেভিড বেডিংহাম, ট্রিস্তান স্টাবস, রায়ান রিকেল্টন, সেনুরান মুথুসামি , ডেন প্যাটারসন ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি