ব্রিস্টল, ১৩মে(হি.স.): ব্রিস্টল সিটিকে দুই লেগে বিধ্বস্ত করে ইংলিশ চ্যাম্পিয়নশিপ প্লেঅফ ফাইনালে পৌঁছে গেল শেফিল্ড ইউনাইটেড।
প্লেঅফ সেমি-ফাইনালের প্রথম লেগে ব্রিস্টলের মাঠ থেকে ৩-০ গোলে জিতে আসা শেফিল্ড সোমবার রাতে ঘরের মাঠে জয় পায় একই ব্যবধানে। একতরফা লড়াইয়ে ৬-০ গোলে এগিয়ে থেকে তারা পৌঁছে গেল প্লেঅফ ফাইনালে।
ফাইনাল জিততে পারলেই তারা ফিরতে পারবে আগামী মরসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে।
চ্যাম্পিয়নশিপ প্লেঅফের ফাইনাল হবে ২৪ মে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে।
ফাইনালে শেফিল্ডের প্রতিপক্ষ সান্ডারর্যান্ড ও কভেন্ট্রি সিটির একজন। প্রথম লেগে কভেন্ট্রির মাঠে ২-১ ব্যবধানে জিতে এগিয়ে আছে সান্ডারল্যান্ড। দ্বিতীয় লেগ আজ মঙ্গলবার।
ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে প্রতি মরসুমে প্রিমিয়ারে জায়গা করে নেয় তিনটি দল। শীর্ষে থাকা দুই দল সরাসরি উঠে যায় প্রিমিয়ারে। তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দল প্লেঅফ সেমি-ফাইনাল ও ফাইনাল খেলে নিজেদের মধ্যে। এখানে জয়ী দল প্রিমিয়ারে উন্নীত হয় তৃতীয় দল হিসেবে।
এবার সরাসরি প্রিমিয়ারে উঠেছে লিডস ইউনাইটেড ও বার্নলি। শেফিল্ড ছিল তৃতীয়।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি