কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.) : ক্রিকেটের ডার্বিতে জয় পেল ইস্টবেঙ্গল। সিএবি লিগ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মোহনবাগানকে ৭৭ রানে হারাল লাল-হলুদ বাহিনী। এই জয়ে ফাইনালে গেল ইস্টবেঙ্গল। চলতি মরশুমে পি সেন ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গল। তাই দ্বিমুকুট জয়ের হাতছানি এখন ইস্টবেঙ্গল-এর সামনে।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৩৩ ওভারে ৯ উইকেটে ৪০৯ রান করে ইস্টবেঙ্গল। সেঞ্চুরি করেন সন্দীপন দাস (১০৮*) এবং সাত্যকি দত্ত (১০৭)। মোহনবাগানের সৌরভ হালদার ১১৪ রানে ৫ উইকেট নেন। বিকাশ সিং ও অনুরাগ তিওয়ারি নেন যথাক্রমে ২টি এবং ১টি উইকেট।
এই রানের উত্তর দিতে নেমে মোহনবাগানের ইনিংস ১১৮ ওভারে ৩৩২ রানে শেষ হয়ে যায়। উইকেটরক্ষক শুভঙ্কর বল(১৪৮)লড়াই করেও দলকে শেষ রক্ষা করতে পারেন নি। সৌরভ হালদার (৪৮), রঞ্জোত সিং খয়রা (৪৫), বিকাশ সিং (৩৭) ছাড়া আর কোনও সবুজ-মেরুন ব্যাটারই প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি।
ইস্টবেঙ্গলের হয়ে শ্রেয়ান চক্রবর্তী পান ৬৭ রানে ৪ উইকেট নেন। এছাড়া বিকাশ সিং ৯৮ রানে ২ উইকেট নেন। আর কণিষ্ক শেঠ ও সুরজ সিন্ধু জয়সওয়াল ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন সন্দীপন দাস।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি