নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : জ্যাভলিন থ্রোতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়া দক্ষিণ কোরিয়ার গুমিতে ২৭ থেকে ৩১ মে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন না। কোচিতে ফেডারেশন কাপের সমাপ্তির পর শুক্রবার অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া কর্তৃক ঘোষিত দলে টোকিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী নীরজের নাম নেই। নীরজ ২৪ মে বেঙ্গালুরুতে নীরজ চোপড়া ক্লাসিকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।
সম্পূর্ণ স্কোয়াড:
পুরুষ :
২০০ মিটার : অনিমেষ কুজুর
৮০০মি : অনু কুমার, কৃষাণ কুমার
১৫০০ মিটার : ইউনুস শাহ
৩০০০ মিটার স্টিপলচেজ : অবিনাশ সাবলে
৫০০০ মিটার : গুলবীর সিং, অভিষেক পাল
১০০০০মি : গুলবীর সিং, সাওয়ান বারওয়াল
ট্রিপল জু এমপি : প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর
হাই জাম্প : সর্বেশ কুশারে
জ্যাভলিন থ্রো : সচিন যাদব, যশ বীর সিং
শটপুট : সমরদীপ সিং
ডেকাথলন : তেজস্বিন শঙ্কর
২০কিমি রেস ওয়াক : সার্ভিন সেবাস্টিয়ান, অমিত
৪x১০০মি : প্রণব প্রমোদ, অনিমেশ কুজুর, মণিকান্ত হবলিধর, অম্লান বোরগোহাইন, তামিলরাসু, রাগুল কুমার, গুরিন্দরভীর সিং
৪x৪০০মি: বিশাল টিকে, জয় কুমার, মনু টিএস, ধরমবীর চৌধুরী, রিনস জোসেফ, তুষার কান্তি, সন্তোষ কুমার, মোহিত কুমার
মহিলা:
২০০ মিটার : নিত্যা গান্ধে
৪০০মি : রূপল চৌধুরী, ভিথ্যা রামরাজ
৮০০ মিটার : টুইঙ্কল চৌধুরী, পূজা
১৫০০ মিটার: লিলি দাস, পূজা
৩০০০ মিটার স্টিপলচেজ : পারুল চৌধুরী, অঙ্কিতা
৫০০০মি : সঞ্জীবনী বাবুরাও, পারুল চৌধুরী
১০০০০মি : সঞ্জীবনী বাবুরাও, সীমা
১০০ মিটার হার্ডল : জ্যোতি ইয়ারাজি
৪০০ মিটার হার্ডলস : ভিথ্যা রামরাজ, অনু আর
লং জাম্প : শৈলী সিং, অ্যান্সি সোজন
হেপ্টাথলন : নন্দিনী আগাসারা
৪x৪০০মি: নিথ্যা গন্ধে, অভিনয় রাজরাজন, স্নেহা এস, শ্রাবণী নন্দা, দানেশ্বরী, ভি সুদীক্ষা
৪x৪০০মি : রুপাল, স্নেহা কে, সুভা ভেঙ্কটেসন, জিস্না ম্যাথিউ, কুঞ্জ রাজিথা, সান্দ্রমল সাবু
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি