নীরজ চোপড়া আন্তর্জাতিক ক্লাসিক শুরু ২৪ মে, থাকছে কিছু বড় নাম
নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : ২৪ মে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নীরজ চোপড়া ক্লাসিক আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টোকিও ২০২০ স্বর্ণপদক বিজয়ী এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ তার সম্মানে এই প্রতিযোগিতায় অংশ নেবেন। জ্যাভলিনের
নীরজ চোপড়া আন্তর্জাতিক ক্লাসিক শুরু ২৪মে, থাকছে কিছু বড় নাম


নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : ২৪ মে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নীরজ চোপড়া ক্লাসিক আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টোকিও ২০২০ স্বর্ণপদক বিজয়ী এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ তার সম্মানে এই প্রতিযোগিতায় অংশ নেবেন। জ্যাভলিনের কিছু বড় নাম থাকছে এই প্রতিযোগিতায়। কঠিন প্রতিযোগিদের মুখোমুখি হতে হবে নীরজকে। নীচে আন্তর্জাতিক তারকাদের তালিকা দেওয়া হল যারা অ্যাকশনে অংশ নেবেন।

নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫ আন্তর্জাতিক প্রতিযোগী:

অ্যান্ডারসন পিটার্স ( জার্মানি), টমাস রোহলার(জার্মানি), জুলিয়াস ইয়েগো (কেএন),কার্টিস থম্পসন (মার্কিন যুক্তরাষ্ট্র),গেনকি ডিন (জেপিএন),লুইজ মরিসিও দা সিলভা (ব্রাজিল),রুমেশ পাথিরেজ (এসআরআই)।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande