কলকাতা, ৫ এপ্রিল (হি.স.) : দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এসেছেন কলকাতায়। শনিবার এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। রামনবমীর প্রাক্কালে দেশবাসী তথা রাজ্যের বাসিন্দাদের প্রতি সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি। শান্তি ও শৃঙ্খলা অটুট রাখার আর্জি জানিয়েছেন। ঐক্যবদ্ধভাবে তা পালনের জন্য আবেদন জানিয়েছেন। সেইসঙ্গে তিনি আরও বলেন, ভারত বিকশিত দেশ হয়ে এগিয়ে চলেছে। এই অনুষ্ঠানে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা উপস্থিত ছিলেন। হিন্দুস্তান ক্লাব এর আমন্ত্রণে তাঁর এই ঝটিকা সফর বলে জানানো হয়েছে। সংগঠনের সভাপতি ঋষভ সি কোঠারি এই বার্তা রাখতে গিয়ে বলেন, তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য সমৃদ্ধ করবে। সেইসঙ্গে জীবন দর্শন ও গভীর চিন্তা ভাবনা ও অন্তর্দৃষ্টি মূলক আলোচনা সর্বস্তরে দেশবাসীর কাছে সময় উপযোগী বার্তা ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত