কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): রামনবমী উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবার কাছে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের মূল্যবোধ বজায় রাখার এবং সমুন্নত রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শান্তিপূর্ণভাবে রাম নবমী উদযাপনের সাফল্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, পবিত্র রাম নবমী উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা। আমি সকলের কাছে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের মূল্যবোধ বজায় রাখার এবং সমুন্নত রাখার আবেদন জানাচ্ছি। আমি শান্তিপূর্ণভাবে রাম নবমী উদযাপনের সাফল্য কামনা করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ