কলকাতা, ৭ এপ্রিল (হি.স.): নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে ধুন্ধুমার কাণ্ড! নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেওয়ার জন্য যে ‘পাস’ দেওয়া হয়েছে বলে চাকরিপ্রার্থীদের দাবি, তাতে লেখা ‘আমরা যোগ্য’। এই ‘পাস’ নিয়েই হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে নেতাজি ইন্ডোরের সামনে। অনেকের কাছ থেকে ওএমআর শিট কিংবা নিয়োগপত্রের প্রতিলিপি কেড়ে নেওয়া হয়েছে।
মমতার সঙ্গে বৈঠকে যোগ দিতে অনেকে ওএমআর শিট নিয়ে এসেছেন। এসএসসির ওয়েবসাইট থেকেই সেই উত্তরপত্র ডাউনলোড করা হয়েছে বলে দাবি। তাঁরা যে যোগ্য প্রার্থী, তার প্রমাণ হিসাবে ওএমআর শিট দেখাচ্ছেন। উত্তেজনা বাড়ছে নেতাজি ইন্ডোরের সামনে। বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি জানালেন, যাঁদের কাছে ‘পাস’ আছে, তাঁদের অন্য গেট দিয়ে প্রবেশের বন্দোবস্ত করা হয়েছে। নেতাজি ইন্ডোরের সামনের রাস্তা ফাঁকা করে দিতে অনুরোধ করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ