পঞ্চায়েত নির্বাচনে পাথারকান্দি সমজেলার স্ট্রংরুমের প‌রিকাঠা‌মো খতিয়ে দেখলেন প্রশাসনিক কর্মকর্তারা
পাথারকান্দি (অসম), ৯ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তৰ্গত পাথারকান্দি সম-জেলা ঘোষণার হওয়ার পর এই প্রথমবা‌রের মতো আসন্ন পঞ্চায়েত নির্বাচনে স্ট্রং রুম থাক‌বে পাথারকা‌ন্দি‌তেও। এ নিয়ে ব্যাপক তৎপরতা শুরু হ‌য়েছে সম-জেলা প্রশাসনের ম‌ধ্যে। ভোটগ্রহণ থেক
পঞ্চায়েত নির্বাচনে পাথারকান্দির স্ট্রংরুমের প‌রিকাঠা‌মো খতিয়ে দেখছেন প্রশাসনিক কর্মকর্তারা


স্ট্রংরুমের প‌রিকাঠা‌মো খতিয়ে দেখছেন প্রশাসনিক কর্মকর্তারা


পাথারকান্দি (অসম), ৯ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তৰ্গত পাথারকান্দি সম-জেলা ঘোষণার হওয়ার পর এই প্রথমবা‌রের মতো আসন্ন পঞ্চায়েত নির্বাচনে স্ট্রং রুম থাক‌বে পাথারকা‌ন্দি‌তেও। এ নিয়ে ব্যাপক তৎপরতা শুরু হ‌য়েছে সম-জেলা প্রশাসনের ম‌ধ্যে।

ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত সমস্ত প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দফার দফায় সরকারি আধিকারিদের স‌ঙ্গে নিয়ে বৈঠক চল‌ছে প্রশাস‌নের। এর ম‌ধ্যে আজ বুধবার প্রশাস‌নিক কর্মকর্তা‌রা স্ট্রং রুমের প‌রিকাঠা‌মো খ‌তি‌য়ে দে‌খেছেন।

পাথারকান্দি সম-জেলার অধীনস্থ সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজ ও আকাইদুম নেহরু বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যবর্তী ইনডোর স্টেডিয়ামের স্ট্রং রুমেই পঞ্চায়েত নির্বাচনের পর নির্ধারিত দিনে হবে পঞ্চায়েত নির্বাচনের ভোট গননা।

এ ব্যাপারে সম-জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবাম স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে বলেন, তিনি দুই অতিরিক্ত জেলাশাসক রংবমন তেরন ও রূপক মজুমদার এবং পাথারকান্দির সার্কল অফিসার বলিনবাবা বালারিকে সঙ্গে নিয়ে এই স্ট্রং রুম পরিদর্শন করেছেন। এখানেই পঞ্চায়েত নির্বাচনের শা‌ন্তিপূর্ণ ভোট গণনা করা হবে। স্ট্রং রুমের নিরাপত্তার জন্য সব ধর‌নের প্রশাস‌নিক ব্যবস্থা হা‌তে নেওয়া হ‌য়ে‌ছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande