বিজেপির সাথে জোট থেকে তিপ্রা মথাকে বেরিয়ে আসার আহ্বান কংগ্রেস বিধায়ক সুদীপের
আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.) : ককবরক ভাষার জন্য এখনও পর্যন্ত কোনও অনুমোদিত লিপি নেই। এই বিষয়ে শাসক দলের কোনও পদক্ষেপ নেই। তাই ত্রিপুরার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ক্ষমতাসীন বিজেপির সাথে জোট থেকে জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মথাকে বের
কংগ্রেসের সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.) : ককবরক ভাষার জন্য এখনও পর্যন্ত কোনও অনুমোদিত লিপি নেই। এই বিষয়ে শাসক দলের কোনও পদক্ষেপ নেই। তাই ত্রিপুরার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ক্ষমতাসীন বিজেপির সাথে জোট থেকে জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মথাকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মণ বলেন, বর্তমান বিজেপি-নেতৃত্বাধীন সরকার ককবরকভাষী জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করছে। তিনি আরও বলেন, তিপ্রা মথার ক্ষমতাসীন সরকারের অংশ হওয়ার কোনও নৈতিক অধিকার নেই। তাদের অবিলম্বে জোট থেকে বেরিয়ে আসা উচিত।

তিপ্রা মথা দলকে এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে সুদীপ রায় বর্মণ ওই দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণেরও সমালোচনা করেন। তিনি বলেন, দলের সুপ্রিমোর আদিবাসীদের বিভ্রান্তিতে রাখা উচিত নয়। তাদের আবেগ ও অনুভূতি ব্যবহার করে তাদের বোকা বানানো বন্ধ করা উচিত।

কংগ্রেস বিধায়ক আরও বলেন, তিপ্রা মথার সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা ক্ষমতায় থাকতে চান নাকি তিপ্রাসা জনগণের বৈধ দাবির বিনিময়ে ক্ষমতায় থাকতে চান। তিনি আরও বলেন, সরকার যদি রোমান লিপি গ্রহণে অনিচ্ছুক থাকে তবে তিপ্রা মথা পার্টির বিজেপির সাথে তাদের জোট পুনর্বিবেচনা করা উচিত।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande