অসমে ঘোষিত উচ্চ মাধ্যমিকের ফলাফল, উত্তীৰ্ণের হার ৮২.৯৫ শতাংশ, দাপট ছাত্ৰীদের
কলায় ৮১.০৩, বিজ্ঞানে ৮৪.৮৮, বাণিজ্যে ৮২.১৮ এবং কারিগরিতে পাশের হার ৬৮.৫৫ শতাংশ গুয়াহাটি, ৩০ এপ্রিল (হি.স.) : সকাল ঠিক ৯:০০টা বাজার সঙ্গে সঙ্গে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে একযোগে ঘোষণা করা হয়েছে ২০২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ
অসমে ঘোষিত উচ্চ মাধ্যমিকের ফলাফল


কলায় ৮১.০৩, বিজ্ঞানে ৮৪.৮৮, বাণিজ্যে ৮২.১৮ এবং কারিগরিতে পাশের হার ৬৮.৫৫ শতাংশ

গুয়াহাটি, ৩০ এপ্রিল (হি.স.) : সকাল ঠিক ৯:০০টা বাজার সঙ্গে সঙ্গে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে একযোগে ঘোষণা করা হয়েছে ২০২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের কলা, বিজ্ঞান, বাণিজ্য এবং বৃত্তিমূলক (কারিগরি) পরীক্ষার ফলাফল। আজকের ঘোষিত ফলাফলে ছাত্ৰদের তুলনায় ছাত্ৰীরা প্রায় সববিভাগেই দাপট দেখিয়েছে। ছাত্রদের পাশের হার ৭৮.৪২ শতাংশ এবং ছাত্রীদের ৮২.৯৫ শতাংশ। এর মধ্যে কলায় ৮১.০৩, বিজ্ঞানে ৮৪.৮৮, বাণিজ্যে ৮২.১৮ শতাংশ এবং কারিগরিতে পাশের হার ৬৮.৫৫ শতাংশ। এবার উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বৰ্ষের পরীক্ষা দিয়েছিল ৩,০২,৪২০ জন ছাত্ৰছাত্ৰী।

অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের ১২টি ওয়েবসাইট যথাক্রমে https://ahsec.assam.gov.in; https://www.iresults.in; https://www.assamresult.in; https://iresults.net; https://assamjobalerts.com; https://www.vidyavision.com; https://www.indiaresults.com; https://www.jagranjosh.com; http://www.schools9.com; https://www.ndtv.com; https://www.results.shiksha এবং https://indianexpress.com-এ ২০২৫ শিক্ষাবৰ্ষের উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞান শাখার সাফল্যের হার সর্বোচ্চ, ৮৪.৮৮ শতাংশ। বিজ্ঞানে ৪৮,৩০৯ জন শিক্ষার্থীর মধ্যে ২৫,৮২৭ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান শাখায় ছাত্ৰের উত্তীৰ্ণের হার ৮৪.৩৯ শতাংশ এবং ছাত্ৰীর হার ৮৫.৫৪ শতাংশ।

কলা বিভাগে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী, ২২৬,৭৫৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। উত্তীৰ্ণের হার ৮১.০৩ শতাংশ। কলায় ছাত্ৰের উত্তীৰ্ণের হার ৭৮.৪২ এবং ছাত্ৰীর হার ৮২.৯৫ শতাংশ। কলা বিভাগে সবচেয়ে বেশি শিক্ষাৰ্থী পরীক্ষা দিলেও পাশ করেছে ১৮৩,৭৪৫ জন। এর মধ্যে ৪৯,৫৭৭ জন প্রথম বিভাগের যোগ্যতা অর্জন করেছে।

বাণিজ্য বিভাগে ১৪,৫৮৪ জনের মধ্যে ৬,৫১৯ জন প্রথম বিভাগে পাশ করেছে। শতাংশের হার ৮২.১৮। বাণিজ্যে ছাত্ৰ ৮২.০৮ শতাংশ এবং ছাত্ৰীর উত্তীৰ্ণের হার ৮২.৪০ শতাংশ।

বৃত্তিমূলক (কারিগরি) বিভাগে ৮২৪ জন শিক্ষার্থীর মধ্যে শীর্ষ নম্বর পেয়েছে ৬০ জন। এই শাখায় ছাত্ৰের উত্তীৰ্ণের হার ৬৫.৫৩ শতাংশ এবং ছাত্ৰী উত্তীৰ্ণ হয়েছে ৭৪.৩৯ শতাংশ। মোট পাশের হার ৬৮.৫৫ শতাংশ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande