কলকাতা, ৩০ এপ্রিল (হি.স.): মেছুয়াবাজারে অগ্নিকাণ্ড দেখতে গিয়ে বিজেপি-র নেতা বুধবার পুলিশের কাছে বাধা পান। প্রকাশ্যেই তাঁরা এ ব্যাপারে ক্ষোভ দেখান সংবাদমাধ্যমে।
এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছলে বিজেপি নেতা সজল ঘোষ ও তাপস রায়কে ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সজল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত থেকে এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল, পুলিশ। আমরা পরিস্থিতি দেখতে এসেছিলাম। তাতেও পুলিশ বাধা দিচ্ছে।
সজল বলেন, পুলিশের কাজ হল বিরোধীদের সব জায়গায় আটকানো। অথচ তা করে না। ওরা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে আজকের মর্মান্তিক ঘটনা দেখতে হত না। অগ্নিদগ্ধ বাড়ির বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন তোলেন সজল ও তাপস। তাঁরা বলেন, বেআইনি লেনদেন করলে এ রাজ্যে সব অবৈধ কাজ বৈধ হয়ে যায়।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধে নাগাদ মেছুয়া বাজারের ছ'তলা একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে হোটেলের প্রতিটি ফ্লোরে। আচমকা আগুনে হোটেলের ভিতরে আটকে পড়েন বহু আবাসিক। আতঙ্কিত মানুষজন মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে জানলার পাশে দাঁড়িয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করতে থাকেন। আতঙ্কে অনেকে ছাদেও উঠে যান। পরে দমকল বাহিনী হাইড্রলিক ল্যাডার এনে তাঁদের উদ্ধার করে। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। পুলিশ সূত্রের খবর, অন্তত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পরই একজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত