খোয়াই নদীর ভাঙ্গন রোধের উদ্যোগ, এলাকা পরিদর্শন বিধায়িকার
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৩০ এপ্রিল (হি.স.) : খোয়াই নদীর ভাঙ্গন রোধে সরকারের উদ্যোগ সরেজমিনে খতিয়ে দেখলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। বুধবার তিনি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এর ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।
বিধায়িকা কল্যাণী সাহা রায়


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৩০ এপ্রিল (হি.স.) : খোয়াই নদীর ভাঙ্গন রোধে সরকারের উদ্যোগ সরেজমিনে খতিয়ে দেখলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। বুধবার তিনি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এর ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।

উল্লেখ্য, প্রতিবছর বর্ষাকালে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে নদী সংলগ্ন এলাকাগুলি জল প্লাবিত হয়। নদীর পাড় ভেঙ্গে তীরবর্তী এলাকার মানুষজনেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। তাই প্রত্যেক বছর বর্ষার প্রাক্কালে সরকারের তরফ থেকে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। এ বছর বর্ষার আগে নদীর ভাঙ্গন রোধে সরকারের গৃহীত উদ্যোগ সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত ৩নং ওয়ার্ডে নদীর তীরবর্তী এলাকা পরিদর্শনে যান ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এদিন বিধায়িকার সঙ্গে ছিলেন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা।

পরিদর্শনকালে বিধায়িকা বলেন, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ, এতগুলি নদী ভাঙ্গন সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং টেন্ডার হয়েছে কাজ চলছে। তাছাড়া সংশ্লিষ্ট এলাকায় বর্ষার পূর্বে ড্রেন, প্যারাসিটিং, বোল্ডার সহ ভাঙ্গন রোধের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত ধরনের কাজ করা হবে। তাছাড়া আগামী দিন পূর্ত দপ্তর, ওয়াটার রিসোর্স সহ পুর পরিষদের আধিকারিকদের নিয়ে সংশ্লিষ্ট এলাকা পুনরায় পরিদর্শন করা হবে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande