পরিচয় মিলেছে ডিমা হাসাও জেলায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এনএসসিএন-এর তিন জঙ্গি ক্যাডারের
হাফলং (অসম), ৩০ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলায় গতকাল মঙ্গলবার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত সন্দেহভাজন এনএসসিএন-এর তিন জঙ্গি সংগঠনের সশস্ত্ৰ ক্যাডারের পরিচয় পাওয়া গিয়েছে। মঙ্গলবার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত তিন জঙ্
পরিচয় মিলেছে ডিমা হাসাও জেলায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এনএসসিএন-এর তিন জঙ্গি ক্যাডারের


হাফলং (অসম), ৩০ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলায় গতকাল মঙ্গলবার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত সন্দেহভাজন এনএসসিএন-এর তিন জঙ্গি সংগঠনের সশস্ত্ৰ ক্যাডারের পরিচয় পাওয়া গিয়েছে। মঙ্গলবার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত তিন জঙ্গি সদস্যকে ডিমা হাসাও জেলার অন্তর্গত মাহুর থানাধীন এন চারেইলাও গ্রামের হাইজেউলুংবে ডাইমে (৩১), মণিপুরের তামেলং জেলার তেগুয়ারামের গাইলোয়ানেইং পামে (৩৭) এবং অরুণাচল প্রদেশের সাঙ্গা সাম্বা বলে জানা গিয়েছে।

এদিকে রাজ্য পুলিশের বিশেষ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ এপ্রিল প্রকাশ্য দিবালোকে হাফলংস্থিত জাতীয় সড়ক কর্তৃপক্ষের কার্যালয়ে সন্দেহভাজন এনএসসিএন (আইএম) জঙ্গি সংগঠনের সাত সদস্যের এক দল হাতে অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে অর্থ দাবি করেছিল। তার পর থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জঙ্গিদের খোঁজে অভিযান আরম্ভ করে। পুলিশের কাছে তথ্য ছিল, নাগাল্যান্ড থেকে এনএসসিএন (আইএম) জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন ক্যাডার হাফলং সদর থানার অন্তর্গত দিহামলাই অঞ্চলে ঘাঁটি গেড়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার থেকেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অভিযান দিহামলাই অঞ্চলে অভিযান শুরু করে।

মঙ্গলবারের অভিযানে দিহামলাই অঞ্চলের এন কুবিং ও হেরাকিলো গ্রামের মধ্যে গভীর জঙ্গলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সন্দেহভাজন এনএসসিএন (আইএম) জঙ্গি সংগঠনের প্রায় দু-ঘণ্টা গুলির লড়াইয়ে নিহত হয়েছে তিন জঙ্গি ক্যাডার। পুলিশ ঘটনাস্থল থেকে বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande