কলকাতা, ৩০ এপ্রিল (হি.স.): বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আন্দোলন করতে চলেছে মাদ্রাসা শিক্ষক সংগঠন। এই আন্দোলনের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি। বুধবার শর্তসাপেক্ষে তাদের ধরনায় বসার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
কলেজ স্কোয়ারে ধর্নায় বসার অনুমতি চেয়েছিল মাদ্রাসা শিক্ষক সংগঠন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়েছেন। আগামী ১ মে থেকে ৫ মে ধরনায় বসতে পারবেন তাঁরা। সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ৫০ জন শিক্ষক ধরনা দিতে পারবেন। পুলিশকে সমস্তরকম সহযোগিতা করতে হবে ওই শিক্ষকদের।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত