পূর্ব মেদিনীপুর, ৩০ এপ্রিল (হি.স.): মসজিদের ভিতরে ঢুকে পোস্টার দেওয়া এবং প্রার্থনারত মুসলিম সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়কের বিরুদ্ধে সম্প্রতি থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। কাঁথির বিতর্কিত পোস্টার নিয়েও বুধবার মুখ খোলেন শুভেন্দু অধিকারী।
বিজেপি বিধায়ক বলেন, “আমি মমতার মতো ভাত খেয়ে ইফতার করতে যাইনি। আমি টুপি পড়িনি। মাথায় রুমাল দিতাম। আমি কাউন্সিলর ছিলাম, বিধায়ক ছিলাম। কিন্তু অন্যের ধর্মীয় আচার-আচরণ পালন করিনি।”
শুভেন্দুবাবু বলেন, “এই রকম রুমাল দিয়ে হিজাব করিনি কোনদিনও। পুরনো কাসুন্দি ঘাঁটলে এত দুর্গন্ধ বেরোবে ওরা কিন্তু ঘর থেকে বেরোতে পারবে না। কংগ্রেস যখন লাথি মেরে বের করে দিয়েছিল মমতাকে অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল। অটল বিহারী, লালকৃষ্ণ আদবানির পা ধরে মমতা বসে আছে এরকম হাজারটা ছবি কাল মেরে দেব!”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত