অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের মালিক ভ্রাতৃদ্বয়ের খোঁজে হাওড়ার ফ্ল্যাটে হানা পুলিশের
কলকাতা, ৩০ এপ্রিল (হি.স.): বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের দুই মালিককে খুঁজে বেড়াচ্ছে কলকাতা পুলিশ। হোটেলের মালিক দুই ভাই আকাশ এবং অতুল চাওলার খোঁজে তারা পৌঁছে গেল হাওড়ায়। সূত্রের খবর, হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার অন্তর্গত সাবার্বান পার্ক রো
অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের মালিক ভ্রাতৃদ্বয়ের খোঁজে হাওড়ার ফ্ল্যাটে হানা পুলিশের


কলকাতা, ৩০ এপ্রিল (হি.স.): বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের দুই মালিককে খুঁজে বেড়াচ্ছে কলকাতা পুলিশ। হোটেলের মালিক দুই ভাই আকাশ এবং অতুল চাওলার খোঁজে তারা পৌঁছে গেল হাওড়ায়।

সূত্রের খবর, হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার অন্তর্গত সাবার্বান পার্ক রোডের বাসিন্দা দু’জনে। সেখানে একটি আবাসনে থাকেন তাঁরা। বুধবার সেখানেই যায় লালবাজারের একটি দল। যদিও সেখানে দুই ভাইকে পাওয়া যায়নি। তবে আকাশ-অতুলের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারিকেরা।

জানা গিয়েছে, দুই ভাইয়ের কাকা বিএস চাওলা পুলিশকে জানান, তাঁর দুই ভাইপো ওই আবাসনে থাকেন না। বছরখানেক আগে তাঁরা অন্যত্র চলে গিয়েছেন। ঘটনার পর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। পরিবারের লোকেরা চাইছেন, দুই ভাই থানায় আত্মসমর্পণ করুন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande