কলকাতা, ৩০ এপ্রিল (হি.স.): আইএসসি পরীক্ষার খাতা ফের দেখাতে আগ্রহীদের স্কুলের মাধ্যমে সিআইএসসিই-র পোর্টালে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য পোর্টাল ৪ মে পর্যন্ত চালু থাকবে। পুনর্মূল্যায়নের ক্ষেত্রে পড়ুয়ারা তিন দিনের মধ্যে আবেদন জানাতে পারবে।
নম্বর বৃদ্ধি করতে আগ্রহীদের জন্য ‘ইমপ্রুভমেন্ট এগজামিনেশন’-এর ব্যবস্থা করেছে কাউন্সিল। এ ক্ষেত্রে পড়ুয়ারা সর্বাধিক দু’টি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। সেই পরীক্ষা চলতি বছরের জুলাই মাসে নেওয়া হবে। তবে কোনও পরীক্ষার্থী মূল পরীক্ষায় অনুপস্থিত থাকলে সে ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে পারবে না।
সদ্য প্রকাশ হয়েছে আইএসসি পরীক্ষার ফল। পশ্চিমবঙ্গের পড়ুয়াদের পাশের হার ৯৮.৭৫ শতাংশ। উত্তীর্ণ হয়েছেন ২৭ হাজার ৪৫৬ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৪ হাজার ৭১১ জন (৯৮.২০ শতাংশ), ছাত্রীর সংখ্যা ১২ হাজার ৭৪৫ জন (৯৯.৩৮ শতাংশ)। রাজ্যের অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা ৩৩৩।
আইসিএসই-তে দেশ এবং বিদেশের অঞ্চলভিত্তিক পাশের হারে প্রথম দেশের পশ্চিমাংশের রাজ্যগুলি। এর পর দ্বিতীয় স্থানেই রয়েছে দক্ষিণ ভারত।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত