কলকাতা, ৩০ এপ্রিল (হি. স.) : এপ্রিলের শেষে গরম থেকে সাময়িক রেহাই। বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ চলবে বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে একাধিক নিম্নচাপ অক্ষরেখা। এই দুইয়ের জোড়া চাপে বৃষ্টি চলবে রাজ্যজুড়ে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের সতর্কতা জারি হয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সন্ধের দিকে ঝড়ের সম্ভাবনা। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে কোথাও কোথাও।
অধিক বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার আবার কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও হতে পারে কোথাও কোথাও।
ঝড়-জলের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। বুধবার উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা অর্থাৎ দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও। আপাতত হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
হিন্দুস্থান সমাচার / সোনালি