মুজফফরনগর, ৩০ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মুজফফরনগর জেলাতে ইট ভাটার দেওয়াল ধসে মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে
বুধবার দধেডু গ্রামে ইট ভাটার দেওয়াল ধসে কয়েকজন শ্রমিক চাপা পড়ে। স্থানীয়দের সাহায্যে পুলিশ সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসক দুই শ্রমিক রোহিত কুমার (২২) ও ঈশ্বর (৩৫)–কে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, কিরণ পাল সহ ৩ জমি শ্রমিক গুরুতর আহত। শ্রমিকদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য