স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
পালামু, ১৮ মে (হি.স.) : ঝাড়খণ্ডের পালামু জেলার পাঁকি থানার অন্তর্গত গরিহারা গ্রামে নেশাগ্রস্ত স্বামীর দীর্ঘদিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামীকে। অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য দেহ পুঁতে রাখে শৌচালয়ে। দুর্গন্
স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে


পালামু, ১৮ মে (হি.স.) : ঝাড়খণ্ডের পালামু জেলার পাঁকি থানার অন্তর্গত গরিহারা গ্রামে নেশাগ্রস্ত স্বামীর দীর্ঘদিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামীকে। অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য দেহ পুঁতে রাখে শৌচালয়ে। দুর্গন্ধ বেরোতেই ঘটনা সামনে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত স্বামীর নাম বুধন ওরাঁও। প্রতিবেশীদের সন্দেহ হলে তারা স্ত্রী ললিতা দেবীকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি অস্বীকার করলেও পরে নিজের দোষ স্বীকার করে নেন। পুলিশ এসে গর্ত খুঁড়ে বুধনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande