এসএফআই বিলোনিয়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত, সম্পাদক হলেন প্রসেনজিৎ বৈদ্য
বিলোনিয়া (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : রবিবার সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ের করুণা রায় স্মৃতি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এসএফআই এর বিলোনিয়া বিভাগীয় সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের বিভাগীয় প্রাক্তন সম্পাদক তথা বিধায়ক দীপঙ্কর সেন।
এসএফআই এর সম্মেলন


বিলোনিয়া (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : রবিবার সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ের করুণা রায় স্মৃতি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এসএফআই এর বিলোনিয়া বিভাগীয় সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের বিভাগীয় প্রাক্তন সম্পাদক তথা বিধায়ক দীপঙ্কর সেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব , প্রাক্তন ছাত্র নেতা সুধন দাস, প্রাক্তন এসএফআই সম্পাদক বিজয় তিলক, ৭০ এর দশকে এসএফআই এর বিলোনিয়ায় প্রতিষ্ঠাতা সম্পাদক জ্যোতির্ময় সোম। বিশিষ্ট শিক্ষাবিদ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বিধায় অশোক মিত্র প্রমুখ।

শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন ইঞ্জিনিয়ারিং ছাত্র শিসান ভৌমিক। সম্পাদকীয় প্রতিবেদন উত্থাপন করেন মহকুমা সম্পাদক প্রসেনজিৎ বৈদ্য। সম্মেলানকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক সন্দীপন দেব। ১১০ জন প্রতিনিধি যোগদান করেন সম্মেলনে।

সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদক সন্দীপন দেব। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সন্দীপন দেব, প্রাক্তন ছাত্র নেতা সুধন দাস, বিজয় তিলক, দীপংকর সেন এবং প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বিকাশ পাল সহ অন্যান্য ছাত্র নেতৃত্বরা।

সম্মেলন থেকে ৩১ জনের নতুন কমিটি গঠন করা হয়। সম্পাদক হিসেবে পুনরায় প্রসেনজিৎ বৈদ্য এবং সভাপতি সৌরভ পালকে সংগঠনের দায়িত্ব দেয়া হয়। নতুন কমিটির হাত ধরে আগামীদিন সংগঠন আরও তেজি হবে এটাই আশা ব্যক্ত করেন সম্মেলনের আগত প্রতিনিধিরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande